অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


রাজাপুরে ওবায়েদুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক শিক্ষা সফর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০১:৪২

remove_red_eye

৯৬

মোঃ আমির হোসাইন, রাজাপুর থেকে: ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ওবায়েদুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী লঞ্চ যোগে শিক্ষার্থীদের নিয়ে হিজলা-উলানিয়ার বিভিন্ন দর্শণীয় স্থান পরিদর্শন করা হয়েছে। সকাল সাড়ে আটটায় কন্দকপুর কোড়ালিয়া স্কুল সংলগ্ন থেকে লঞ্চ ছেড়ে বেলা ১১ টায় হিজলার আলীগঞ্জ ঘাটে নেমে দেড়ঘণ্টা ব্যাপী শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন দর্শনীয় স্থানে ঘোরাফেরা করে। আবার সেখান থেকে ফিরে এসে প্রাচীণের নিদর্শন উলানিয়া মিয়া বাড়ী, উলানিয়া বাজার, উলানিয়া স্কুল ঘুরে দুপুরের খাবার শেষ করে, বিকাল সাড়ে তিনটায় সময়ে, রাজাপুরের উদ্দেশ্য ছেড়ে আসা হয়। দিনব্যাপী এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে লঞ্চে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও পরিবেশন ও দর্শনীয় স্থান ঘুরে উপভোগ করেছে, শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা ইয়াসমিন এর পরিচালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো:সিরাজুল ইসলাম শাওন, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:কবির উদ্দিন, গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম নোমান, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো: সালাউদ্দিন। ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হাসনাত তসলিম, মাওলানা মোঃ আবদুস সাত্তার,মো: ছায়েদ, মো: জুলাস, আলী, আব্দুল জলিল মাস্টার, মো' মুনিরুল ইসলাম, মোঃ ইয়াসিন, ওমর ফারুক, কন্দকপুর প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক আবুল বাশার মোঃ মহিউদ্দিন, দিপাঙ্কর রায়, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের বিএনপি'র সভাপতি ও সমাজ সেবক মো: মাইনউদ্দিন দফাদার, ব্যবসায়ী আব্দুর রহমান হাওলাদার, ভোলা জার্নালিস্ট ফোরাম এর সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন, প্রমুখ।





আরও...