অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


চরফ্যাশন সরকারি কলেজে গুণগত শিক্ষার সামাজিক দায়বদ্ধতা শীর্ষক সেমিনার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:৪৮

remove_red_eye

৯০



এইচ আর সুমন,চরফ্যাসন থেকে ফিরে ॥ ‘শিক্ষায় বিনিয়োগ শ্রেষ্ঠ বিনিয়োগ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশন সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ‘গুণগত শিক্ষার সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনার।  মঙ্গলবার সকালে চরফ্যাশন সরকারি কলেজের আয়োজিত এ সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাশাপাশি স্থানীয় শিক্ষাবিদ, সাংবাদিক, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সেমিনারে চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্লাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক পৌরসভার মেয়র আমিনুল ইসলাম মিনটিস, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিনসহ অন্যান্যরা।
এসময় সেমিনারে বক্তারা গুণগত শিক্ষা অর্জনের গুরুত্ব, শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক দায়িত্ব, শিক্ষকদের ভূমিকা এবং অভিভাবকদের করণীয় নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, কেবল স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বের মধ্যে শিক্ষা সীমাবদ্ধ নয়, বরং একটি সুশিক্ষিত সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।সেমিনারে অংশগ্রহণকারীরা শিক্ষার মানোন্নয়নে সামাজিক দায়বদ্ধতা ও সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের দিকেও বিশেষ জোর দেন।
শিক্ষার মানোন্নয়নে পরীক্ষায় নকল প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, “গত ১৫ বছর ধরে রাষ্ট্রীয়ভাবে নকলকে প্রশ্রয় দেওয়া হয়েছে, যা শিক্ষার মান নিম্নমুখী করেছে। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে নকলের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। এছাড়া শিক্ষার মান উন্নয়নে বড় বাধা হিসেবে পারিবারিক দারিদ্রতা, দুর্নীতিগ্ৰস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের দায় বদ্ধতাকে দায়ি করেন তারা।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষার মান উন্নয়নে নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা নিজেরা প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
সেমিনার শেষে খোলামেলা আলোচনায় শিক্ষার্থীরা তাদের মতামত প্রকাশ করেন এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।





আরও...