অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় অভিমান করে যুবকের আত্মহত্যা


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই জুন ২০২০ সকাল ০৮:৫০

remove_red_eye

১৩৬৮

মনপুরা প্রতিনিধি:: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় অভিযান করে অতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে  মহিউদ্দিন (৪৫) নামে এক ব্যাক্তি আত্হত্যা করেছে। ঘটনাটি ঘটে রবিবার রাতে ১ নং ইউনিয়নে বিচ্ছিন্ন কলাতলির চরে আবাসন বাজারে।  পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মহিউদ্দিনের সাথে তার স্ত্রীর  ঝগড়া চলছিল। তাদের দুজনের মধ্যে তেমন বনাবনি ছিলোনা। ঘটনার রাতে তাকে ঘরের ভিতর অচেতন অবস্থায় পরে থাকতে দেখে তার স্বজনরা তাকে মনপুরা হাসপাতালে নিয়ে আসেন। পরে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মনপুরা হাসপাতালের চিকিৎসক জানান, অতিরিক্ত ঘুমের ঔষুধ খাওয়ার কারনে এ ঘটনা ঘটতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, স্ত্রীর সাথে ঝগড়া করে অতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে মহিউদ্দিনে মৃত্যু হয়েছে বল ধারনা করা হচ্ছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।