অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


ভোলায় ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০১

remove_red_eye

৭৪

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন প্রতিনিধি : ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ ( ড্যাব) এর সিনিয়র সহ-সভাপতি ডা. সিরাজুল ইসলামের  উদ্যোগে ভোলায় চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ( ১৯ ফেব্রুয়ারী)   সকাল ১০ টায় বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ৩ নং ওয়ার্ড কেরামত গঞ্জে মানিকা রোটারি ভিলেজ কোরের সামনে ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্পে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
মানিকা রোটারি ভিলেজ কোর নদী তীরবর্তী চরঅঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে সবসময় এগিয়ে এসেছে।
দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ ( ড্যাব) এর সিনিয়র সহ-সভাপতি ডা. সিরাজুল ইসলাম।
এ-সময় আরও উপস্থিত ছিলেন, শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল বিভাগের সহকারী অধ্যাপক  ডা. আশরাফ আলী বিশ্বাস রিয়াদ।

এরই ধারাবাহিকতায় আজ ১৯ফেব্রুয়ারি ২০২৫ তারিখ  বুধবার সকাল ১০ টা হতে  বিকেল ৪ টা পর্যন্ত মেডিসিন ও ডেন্টাল চিকিৎসকরা সেবা প্রদান করেন।
বোরহানউদ্দিন  উপজেলার বিভিন্ন ইউনিয়ন  থেকে মানিকা কেরামত গঞ্জে চিকিৎসা সেবা নিতে আসছেন।

অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের পরিবার এবং তাদের কে  বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

 





আরও...