অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই জুন ২০২০ সকাল ০৮:৩৮

remove_red_eye

৭০০

দৌলতখান প্রতিনিধি:: ভোলার দৌলতখানে সোমবার দুপুরে ঘরের ভেতর থেকে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আসিফ (১১) নামে ওই শিশু উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভোলার বাড়ির মৃত নুরউদ্দিনের ছেলে। সে বাড়ির পাশর্^বর্তী একই ইউনয়নের ৬ নং ওয়ার্ডে তার নানীর বাড়িতে থাকতো। তার বৃদ্ধা নানী হাজেরা ভিক্ষাবৃত্তি করে জীবিকা চালায়। প্রতিদিনের ন্যায় হাজেরা সোমবার সকালে নিজে খেয়ে ও নাতি আসিফকে খাইয়ে তাকে ঘরে রেখে ভিক্ষাবৃত্তিতে নেমে পড়ে। দুপুর সাড়ে বারোটায় হাজেরা ভিক্ষাবৃত্তি থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে নাতি আসিফকে ডাকাডাকি করে। কোন সাড়া না পেয়ে প্রতিবেশীদেরকে ডেকে ঘরের বেড়া ভেঙ্গে ভেতরে ঢুকে গলায় লুঙ্গি পেঁচানো ঝুলন্ত অবস্থায় আসিফের লাশ উদ্ধার করে। তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ময়না তদন্তের জন্য লাশ ভোলা সদরে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।