অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে করোনা উপসর্গ নিয়ে জুয়েলারী ব্যবসায়ীর মৃত্যু


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৬ই জুন ২০২০ সকাল ০৮:২৬

remove_red_eye

১১৫১

অচিন্ত মজুমদার::  ভোলার দৌলতখান উপজেলায় সোমবার করোনা উপসর্গ নিয়ে সুভাষ চন্দ্র মাঝি (৫০) নামে এক জুয়েলারী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার বাড়ি দৌলতখান উপজেলার উত্তর জয়নাগর ইউনিয়নে। গত ৫ দিন ধরে জ্বর ও শ্বাস কষ্টে ভূগছিলো। দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা: আনিছুর রহমান জানান, শ্বাস কষ্ট নিয়ে সুভাষ চন্দ্র মাঝি হাসপাতালে আসেন। পরবর্তীতে তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। কিন্তু যাত্র পথেই তিনি মারা যান। তাকে সরকারি নিয়ম অনুযায়ী সৎকার করা হলেও নমুনা সংগ্রহ করেনি স্বাস্থ্য বিভাগ।