অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানকে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখতে চাই:পুলিশ সুপার


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৪২

remove_red_eye

৩১৯

খালেদ মোশাররফ শামীম, দৌলতখান : ভোলা দৌলতখান উপজেলার দৌলতখান থানার কার্যালয়ে প্রাঙ্গনে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ঘটিকার সময় দৌলতখান থানা কার্যালয়ে কর্মসূচী পালন করা হয়।এসময় পুলিশ সুপার শরিফুল হক দৌলতখান থানার  বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাধারন জনগনের সাথে মত বিনিময় করে,সামাজিক সমস্যা সমাজের মাদক অপরাধ  মূলক  কর্মকান্ডের বিষয় জানার চেষ্টা করেছেন।এসময় পুলিশ সুপার শরিফুল হক বলেন দৌলতখানের মাদক,বাল্যবিবাহ,ইভটিজিং সন্ত্রাস মুক্ত করতে আমরা ধীর  প্রতিজ্ঞ। তিনি ইউনিয়ন গ্রামে চুরি , ছিনতাই মুলক অপরাধ কর্মকান্ড  প্রতিরোধের জন্য পুলিশ আরো শক্তিশালি অবস্থান তৈরী করবে বলে প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন,দৌলতখানের জনগনের সহযোগিতায় দৌলতখানে মাদক সন্ত্রাস মুক্ত করবেন।মাদক নির্মূল করে সুষ্ঠ সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময়  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শরিফুল হক, এডিশনাল এসপি  রিপন মন্ডল সরকার,দৌলতখান থানার অসি জিল্লুর রহমান।এছাড়াও দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের বি.এন.পির নেতাকর্মীরা বিভিন্ন পেশার জনগন এবং সাধারন জনগন উপস্থিত ছিলেন।