অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিলে হামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬

remove_red_eye

৪০৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : নবনির্বাচিত ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করায় হামলার শিকার হয়েছে ভোলার তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ ঘটনায় আজ সোমবার বিকালে তজুমদ্দিন উপজেলা যুবদল সভাপতি নাছির উদ্দিন ভুট্টুর বাড়িতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
 
 সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত জেলা কমিটিকে শুভেচ্ছা জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক সামছুদ্দিনের নেতৃত্বে একটি মিছিল বের করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলটি হাইস্কুল পর্যন্ত পৌঁছালে পিছন থেকে উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন, শ্রমিক দলের লিটন,হাসান সাফা পিন্টু ও মিজানুর রহমানের নেতৃত্বে ২০/৩০ জন রামদা, বগিদা হকিস্টিক দিয়ে হামলা অতর্কিত হামলা চালায়। এতে অন্তত স্বেচ্ছাসেবক দলের ১০ নেতাকর্মী আহত হয়। স্বেচ্ছাসেবক দলের সদ্য বিলুপ্ত জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক সামছুদ্দিন ও তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মসম্পাদক কাজল হাওলাদার গুরুতর আহত হয়।  মামুন ও লিটনের নেতৃত্বে দক্ষিণ বাজার উপজেলা যুবদল অফিসে, শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও আসবাবপত্র ভাঙচুর করেন। তিনি আরও বলেন,  দীর্ঘদিনের দলের অভ্যন্তরীন দ্বন্দ্বের কারনে কিছু সন্ত্রাসী হাইব্রিড বিএনপিকে সাথে নিয়ে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের একের পর পিটিয়ে আহত করছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোঃ ছালাউদ্দিন, কাজল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শিবলু সহ অনেকে।




আরও...