নিজের জীবনের ঝুঁকি নিয়ে এসএসএফে’র সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে সেজন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্য ছিলো শিক্ষা-দীক্ষায় এ জাতিকে এমনভাবে তৈরি করা যেন বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াতে পারে।
প্রধানমন্ত্রী আরও বলেন, এসএসএফকে অনেকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হয় সেজন্য সবধরণের প্রযুক্তিগত ব্যবস্থা করেছে সরকার। বিশ্বের সাথে তাল মিলিয়ে এসএসএফকে আরো আধুনিকায়ন করা হচ্ছে। অপরাধের ধরণ জেনে সেটা দমনের জন্য প্রশিক্ষণ ও প্রযুক্তির ব্যবস্থা করেছে সরকার। এসএসএফ সদস্যদের জন্য নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০২০ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। বিশ্বের উন্নত দেশগুলোর করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে আছে। দেশের মানুষের খাবার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা ও শিক্ষার ব্যবস্থা করছে সরকার। সরকারের প্রতি বিশ্বাস ও আস্থা ধরে রাখার আহ্বান জানান তিনি। সকলকে স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনা মেনে চলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্র: ডিবিসি নিউজ
