অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই জুন ২০২০ সকাল ০৮:১২

remove_red_eye

৬৮৭

দৌলতখান প্রতিনিধি:: ভোলার দৌলতখানে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিদারউল্লাহ গ্রামের বেড়ী হাওলাদার বাড়ির পাশে পুকুরে এঘটনা ঘটে। নিহতরা হলো, ওই ইউনিয়নের একই ওয়ার্ডের নুরউদ্দিন মিয়ার ছেলে হাবিব (৮) ও মোঃ নুরনবীর ছেলে নিহাদ (৬)। সম্পর্কে শিশু দুটি আপন চাচাতো ভাই হয়।

স্থানীয়রা জানায়, বিকালে বাড়ির পাশের পুকুরে ওই দুই ভাই গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের অনেক খোঁজাখুজি করে না পেয়ে ওই পুকুরের পাশে তাদের কাপড় পড়ে থাকতে দেখে। এরপর স্থানীয়দের সহায়তায় পুকুরে জ্বাল টেনে রাত সাড়ে ১০টার দিকে পৃথক পৃথকভাবে তাদের মৃতদেহ উদ্ধার করে।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।