অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে মাঘ ১৪৩১


চরসামাইয়ায় পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৫৯

remove_red_eye

৩৫

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় মায়ের অগোচরে বসতঘর থেকে বের হয়ে পানিতে ডুবে রাফিয়া আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালের দিকে এই ঘটনা ঘটে।
নিহত রাফিয়া ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর শিপলি গ্রামের নিজাম উদ্দিন হাওলাদার বাড়ির মো. রাসেলের মেয়ে।
স্থানীয় শিব্বির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাফিয়ার মা তন্নী বেগম সংসারের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সকাল আনুমানিক ৯টার দিকে তিন বাসন ধোয়ার জন্য বসতঘরের পাশের পুকুরে যান। ধোয়া শেষে ঘরে ফিরে এলে শিশুটি তার মায়ের অগোচরে ওই পুকুরের কাছে গিয়ে পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। পরে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।