বিল্লাল নাফিজ : সৌদির মানবিক প্রবাসী আবুল কাশেমের সহযোগিতায় ভোলার আর্থিক অসচ্ছল হাফেজ ও মুয়াজ্জিনসহ ৪ জনের পবিত্র ওমরাহ হজ্জ্ব পালনে স্বপ্ন পুরণ হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় তারা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানে সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।
জানা যায়,ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদীর ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মাতাব্বর বাড়ীর সৌদি প্রবাসী আবুল কাশেম ভোলাসহ দেশের বিভিন্ন যায়গায় অসহায়, অসচ্ছল মানুষদের আর্থিক সহায়তা প্রদান, শীতে উপকূলীয় অসহায় মানুষের মাঝে গোপনে শীতবস্ত্র বিতরণ ও বিভিন্ন ধর্মীয় মসজিদ মাদ্রাসায় আর্থীক অনুদান দিয়ে আসছেন। সাহায্য সহযোগিতার পাশাপাশি প্রতিবছর ভোলার অসহায় হাফেজ ও মুয়াজ্জিনদের পবিত্র ওমরাহ হজ্জ পালনে সম্পূর্ণ আর্থিক সহযোগিতা করার উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবছর ভোলা থেকে ৪ জনের পবিত্র ওমরাহ হজ্জ পালনে পাসপোর্ট করানো থেকে শুরু করে সকল ধরণের আর্থিক সহযোগিতা করেছেন তিনি।
পবিত্র ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে যাওয়া ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জলিল হাওলাদার বাড়ী দরজার জামে মসজিদের ইমাম হাফেজ মহিউদ্দিন ও পশ্চিম ইলিশার চৌকিদার বাড়ী দরজার জামে মসজিদের মুয়াজ্জিন আবু ছালেম জানান, আমরা আল্লাহর ঘর পবিত্র মক্কা মদিনা ও রাসূল (সঃ) এর পবিত্র রওজা মোবারক স্পর্শ করার স্বপ্ন থাকলেও আর্থিক তৌফিক হয়ে উঠছে না। আবুল কাশেম ভাই আমাদের সেই সুযোগ করে দিয়েছেন। মহান রবের নিকট আল্লাহর ঘর মক্কা মদিনার স্পর্শ করে তার জন্য দোয়া করবো। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান ও আরো আর্থিক ধনসম্পদ বাড়িয়ে দেয় যাতে আমাদের মত মানুষদের স্বপ্নপূরণে এগিয়ে আসতে পারে। এছাড়া ভোলার বাস ষ্ট্যান্ড সাঝি বাড়ীর দরজা জামে মসজিদের ইমাম হাফেজ বিল্লাল হোসেন ও বোরহানউদ্দিন উপজেলার মুয়াজ্জিন আবুল বশার জানান, অনেক বছর পূর্বে আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ ও রাসূল (সঃ) এর রওজামোবারকে যাওয়ার নিয়ত করেছিলাম। কিন্তু অর্থে কুলিয়ে উঠতে পারিনি। আলহামদুলিল্লাহ আবুল কাশেম ভাইকে মহান আল্লাহ আমাদের কাছে আর্শীবাদ স্বরুপ পাঠিয়েছেন৷ মহান রব তাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুক এবং আল্লাহ যেন তাকে ধর্মীয় কাজে সাহায্য সহযোগিতা করার আরো তৌফিক দান করেন।
প্রবাসী আবুল কাশেম জানান, প্রকৃতপক্ষে আমি সাহায্য সহযোগিতা প্রকাশ্যে করতে সাচ্ছন্দ্যবোধ করিনা। এবিষয়ে বক্তব্য দেওয়ারও কিছু নেই। পরে, তার সাহায্য সহযোগিতা সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্য প্রকাশ করার বিষয়ে অনুরোধ করলে তিনি জানান, সম্পূর্ণ নিজের কষ্টার্জিত অর্থে আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে থাকি। আল্লাহ আমাকে তাওফিক দিয়েছেন বিদায় এইসমস্ত কাজ করতে পারি। এখানে আমার কৃতিত্বের কিছু নেই।