অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


চরফ্যাশনের স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৫৪

remove_red_eye

৩৫১

বাংলার কণ্ঠ ডেস্ক : দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। 
শুক্রবার সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ওই দুই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
বহিষ্কার হওয়া ওই দুই স্বেচ্ছাসেবক দল নেতা হলেন- চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আলী ও যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন। 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভোলা জেলা শাখার সভাপতি জামিল হোসেন ওয়াদুদ ও সাধারণ সম্পাদক খন্দকার মোঃ আল আমিন এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

 





আরও...