অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার রাজাপুরে ওপেন হাউজ ডে পুলিশ জনগণের শত্রু নয় বন্ধু : পুলিশ সুপার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭

remove_red_eye

২৩৮

শফিকু খাঁন : পুলিশ জনগণের শত্রু নয় বন্ধু, পুলিশের সাথে জনগণের সম্পর্ক আরো গভীর করতে আমরা জনগণের কাছে আসছি আমরা আরো কাছে এসে কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশটাকে সাজাতে চাই। আপনারাই এ দেশের সোনার মানুষ আপনারা সোনা ফলান, আপনাদের ফলানো সোনালী ফল ফসল দেশের চাকা সচল রাখছে, তাই আপনাদের মত সোনার মানুষদের আইনশৃঙ্খলা সহায়ক হতে আমরা আজ আপনাদের পাশে এসেছি। শুধু তাই নয় আপনাদের প্রাণের দাবি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রেখে আপনাদের সাথে কাজ করবো। 
বৃহস্পতিবার ভোলা সদর থানার আয়োজনে সদর উপজেলার ১নং রাজাপুর ইউনিয়নের ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
রাজাপুরের সর্ববৃহৎ বাজার জনতা বাজার ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। 
বৃহস্পতিবার  বিকালে সকল শ্রেণী পেশার  জনসাধারণের অংশগ্রহণে মাদক,ইভটিজিং, চাঁদাবাজ, জুয়া, চোর, ডাকাত, জলদস্যু, ভূমিদস্যুতা নিরসনে  পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে  ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা  জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক। 
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ হাসনাইন পারভেজ এর সভাপতিত্বে ও ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তালিবুল ইসলাম পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  সদর সার্কেল এসপি রিপন চন্দ্র সরকার। 
বিশেষ অতিথির বক্তব্যে রিপন চন্দ্র সরকার  মাদক,নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্ব সাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। তিনি বলেন, পুলিশ জনগণের সেবক, আমরা সর্বসময় আপনাদের পুলিশি সেবা দিতে প্রস্তুত। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহজাহান বেপারী, লাউদ্দিন  সরকার,মাইনুদ্দিন দফাদার,কবির হোসেন মৃধা, জনতা বাজার কমিটির সভাপতি সৈয়দ আহমেদ চৌকিদার, জনতা বাজার মসজিদের পেশ ইমাম হাবিবুর রহমান,নিকাহ রেজিস্ট্রার ( কাজি) শিরাজুল ইসলামসহ ইউনিয়নের, মেম্বার, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে  ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষনা করেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তালিবুল ইসলাম।

 





আরও...