অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে মাঘ ১৪৩১


চরফ্যাসন আইনজীবী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২৫ সকাল ১১:১৬

remove_red_eye

৪৬

চরফ্যাসন প্রতিনিধি: চরফ্যাসন আইনজীবী সমিতির ২০২৫ ইং সনের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৯ জানুয়ারি) দুপুর ২ টায় চরফ্যাসন বার এসোসিয়েশনের কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি এডভোকেট মাহবুবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রমিজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী জজ রেজাউল করিম বাঁধন । আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট মো: ছালেহ উদ্দিন (বর্তমান কমিটির কার্যকরী সদস্য) , এডভোকেট লিয়াকত আলী(বর্তমান কমিটির কার্যকরী সদস্য), এডভোকেট মোজাম্মেল হক, এডভোকেট ছিদ্দিক মাতাব্বর, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম (বর্তমান কমিটির সহ-সভাপতি) ও নব নির্বাচিত ধর্ম,ক্রীড়া ও পাঠাগার সম্পাদক এডভোকেট হযরত আলী হিরণ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলোয়াত করেন এডভোকেট মো: মহিববুল্লাহ ও গীতা পাঠ করেন এডভোকেট রাস বিহারি দে। এ সময় চরফ্যাসন বারের আইনজীবী বৃন্দ উপস্থিত ছিলেন।