ভোলার চরফ্যাসনে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে ব্যাপক সংবর্ধনা দলীয় নেতা কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত
এইচ আর সুমন : কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে তার মাতৃভূমি ভোলার চরফ্যাসন উপজেলায় ব্যাপক সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার তাকে ভোলা সদর থেকে শুরু করে চরফ্যাশন উপজেলা পর্যন্ত বিভিন্ন উপজেলায় পথে পথে দলীয় নেতা কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন নয়ন। বিকালে চরফ্যাশন পৌর ও উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের আয়োজনে তাকে গন সংবর্ধনা দেয়া হয়েছে। চরফ্যাশনের সদর রোড থেকে দক্ষিণে প্রায় আধা কিলোমিটার সড়ক এলাকায় ২১ টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ ঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়। চরফ্যাসনের কৃতি সন্তান যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম নয়ন চরফ্যাসন আসাকে কেন্দ্র করে সোমবার উপজেলা সদর উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা নানা শ্লোগানের ব্যানার ফেস্টুনহাতে দলে দলে মিছিল সভাস্থলে আসে। বিকাল ৩ টার মধ্যে চরফ্যাসন সদর রোড ও আশ পাশারের এলাকায় হাজার হাজার মানুষ জমায়েত হয়।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন বলেছেন, বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিলো। কিন্তু মানুষের ভোটাধিকার ছিলো না। আইন ছিল আদালত ছিলো, কিন্তু কোন ন্যায় বিচার ছিলো না। আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থী রাজনৈতিক পরিচয়ে তার বিচারের রায় নির্ধারিত হতো। তিনি আরো বলেন, প্রশাসন ছিলো। কিন্তু কোন নিরপেক্ষতা ছিল না। রেব ছিলো, পুলিশ ছিলো, কিন্তু রেব পুলিশের আতংকে মানুষের জীবন থেকে নিরাপত্তার চাদর খসে পড়ে ছিল। রেব, পুলিশ,ঘুম,খুন, হত্যা মামলা হামলা গ্রেফতারের সমর্থক শব্দ ছিলো।
তিনি আরো বলেন, অনেক ই সংস্কারের কথা বলেন। কিন্তু বাংলাদেশের মানুষ ভূলে যায় নি। তাদের উদ্দেশ্য বলতে চাই,২০১৬ সালে খালেদা জিয়ার ভিষণ টুয়েন্টি - থার্টি ও ২০২৩ সালে তারেক রহমানের ৩১ দফা দাবিতে প্রতিটি সংস্কারের কথা বলেছেন ।
চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি হেলাল উদ্দিন টিপুর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, বিএনপি নেতা আবদুর রব, ইয়ারুল আলম লিটন, করির হেসেন, তরিকুল ইসলাম কয়েদ, বরিশাল বিভাগ যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট তছলিম হোসেন, ভোলা জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সম্পাদক আবদুল কাদের সেলিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি রাসেল মাহমুদ, বরিশাল মহানগর যুবদল নেতা মকসুদ হাসান, কাজী মঞ্জুর হোসেন, খায়ুরুল ইসলাম সোহেল, মমিনুল ইসলাম ভুট্টো, কয়ছর আহাম্মদ কমলসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।