অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


আজ চরফ্যাসনে যুবদলের কেন্দ্রীয় সম্পাদক নয়নের গণ সংবর্ধনা ।। ব্যাপক প্রস্তুতি


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২৫ রাত ১০:২৯

remove_red_eye

২৪০

চরফ্যাশন প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে তাঁর  জন্মস্থান ভোলার চরফ্যাশনে আজ সোমবার গণ সংবর্ধনা দেয়া হবে ।  গণসংবর্ধণা অনুষ্ঠানকে সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ অনুষ্ঠানে  লক্ষাধিক লোকের সমাগম হবে বলে ধারণা করছেন স্থানীয় বিএনপি।সংবর্ধণা  অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ জন্য সংবর্ধনাস্থলকে ইতিমধ্যে সাজানো হয়েছে নান্দনিকভাবে।
যুবদল নেতার আগমনের মধ্য দিয়ে ভোলা-৪ আসনে স্থানীয় বিএনপির নেতৃত্বের প্রতি গণমানুষের আস্থা অর্জনের মধ্য দিয়ে  নতুনভাবে  উজ্জীবিত হবে  তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আজ ২৭ জানুয়ারি চরফ্যাশনে ও পরশু ২৮ জানুয়ারি মনপুরা উপজেলায় যুবদলের সাধারণ সম্পাদকের  গণসংবর্ধনা। স্থানীয় বিএনপি নেতা কাজি মনজুর হোসেন বলেন, মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে এই প্রথম তিনি তার জন্মস্থান ভোলার চরফ্যাশনে আগমন  করছেন। গণসংবর্ধণা লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আশাবাদী।