অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


নাসিমের মৃত্যুতে ভোলা জেলা আওয়ামী লীগের শোক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুন ২০২০ সকাল ০৮:২১

remove_red_eye

৬২১

বাংলার কণ্ঠ প্রতেবেদক ॥ সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ভোলা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে,শোক প্রকাশ করেন ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মো:ইউনুস, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

মোহাম্মদ নাসিম এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। তিনি আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তার অবদান জাঁতি চির জীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনীতি ও সকল গণতান্ত্রিক আন্দোলনে মোহাম্মদ নাসিমের রয়েছে অপরিসীম অবদান। রাজনৈতিক জীবনে তার বাবার মতো কোনো দিন আপস করেননি। স্বৈরাচার সরকার, বিএনপি-জামায়াত সরকার, এক-এগারোর সরকার জেলখানায় তাকে আটকে রেখেছিলো। অনেক নির্যাতনের শিকার হয়েছেন।





আরও...