অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা নাজিমউাদ্দন আলম


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৫ দুপুর ১২:১৫

remove_red_eye

১৭৮

চরফ্যাশন প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চরফ্যাশনের আহম্মদপুরের নিহত হাবিবুর রহমান ও চরমাদ্রাজ ইউনিয়নের রফিক মেল্লার  কবর জিযারত করেছেন সাবেক এমপি আলহাজ্ব নাজিম উদ্দিন আলম ও চরফ্যাশন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া চরফ্যাশনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির নেতা আলহাজ্ব নাজিম উদ্দিন আলম  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চরফ্যাশন উপজেলার নিহত ১৭জন ও আহতদের খোঁজ খবর নেন । নিহত ১৭ জনের  মধ্যে শিক্ষার্থী, রিক্সা-ভ্যান চালক, ব্যবসাযী, শ্রমিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। এদেরকে সরকারের কেন সুবিধা থেকে যেন বাদ না পরে সেদিকে নজর রাখার জন্য প্রসাশনের প্রতি অনুরোধ করেন ।তিনি বলেন, আহত নিহতদের মধ্যে অনেকেই তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাই যারা নিহত হয়েছে তাদের পাশাপাশি আহতদেরও যাতে পুনর্বাসন করা হয় সেদিকে খেযাল রাখাও এখন সরকারের দায়ত্বি।
 এসময় উপস্থিত ছিলেন সাবেক মেযর আ ন ম আমিরুল ইসলাম মিন্টিজ , চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, বিএনপির সাবেক আপ্যাযন বিষযক সম্পাদক শামসুদ্দিন কাউস, শ্রমিক দলের সাবেক সভাপতি মীর আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর সাযদে সহ প্রমূখ।