অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে মাঘ ১৪৩১


অন্তর্বর্তী সরকার যাতে ব্যাথ্য না হয় দেশী বিদেশী চক্রান্ত চলছে : নাজিম উদ্দিন আলম


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:২৭

remove_red_eye

৩৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : কেন্দ্রীয় বিএনপির নেতা ঢাকসুর সাবেক এজিএস ও ভোলা -৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার যাতে  ব্যর্থ না হয়।  ব্যর্থ করার জন্য অনেক গভীর ষড়যন্ত্র চলছে।  দেশী বিদেশী চক্রান্ত চলছে। এই জন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা বারবার বলছি নূন্যতম সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। কারণ যতো দ্রুত করবেন ততই দেশের জন্য ভালো।

বুধবার বিকালে ভোলার চরফ্যাশন উপজেলা শহরের সদর রোডে তারেক রহমানের রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ উপলক্ষে চরফ্যাশন উপজেলা বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চরফ্যাসন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম মিন্ট্রিজ এর সভাপতিত্বের সমাবেশে নাজিম উদ্দিন আলম এমপি আরো বলেন, মানুষ এখন অনিশ্চয়তার মধ্যে আছে কি না কি হয়। কোন দিকে যায়। এটার অবসান হওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা জনগণের জন্য, ভোটের জন্য, আমরা জনগণের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের আন্দোলনের এক মাত্র লক্ষ গনতন্ত্র। বিচার বিভাগের স্বাধীনতা,আজ সকল কিছু অধিকার আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। এই জন্য গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা ছাড়া এসব প্রতিষ্ঠান মজবুত ভাবে টেকস ই করা যাবে না।
তিনি আরো বলেন,গণতন্ত্রকে টেকসই করার জন্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আর সেই আবাদ সুষ্ঠু নির্বাচন এই সরকার দিতে পারে তা হলেই হবে সফলতা। আমার চাই অন্তবর্তীকালীন সরকার সফল হোক।

সমাবেশে বক্তব্য রাখেন,বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল মতিন,বিগ্রেডিয়ার জেনারেল ডাক্তার হুমায়ুন কবির,আব্দুস সাত্তার,মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার,মীর শাহাদাত হোসেন সায়েদ ও আশরাফুর রহমান দিপু ফরাজীসহ স্থানীয় নেতাকর্মীরা ।
এই সমাবেশে  উপজেলার ২১টি ইউনিয়ন থেকে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা সমাবেশে এসে অংশ গ্রহন করেন।