অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে মাঘ ১৪৩১


ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল বিজয়ী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:২২

remove_red_eye

৭৪

এইচ আর সুমন : ভোলা জেলা আইনজীবী সমিতির (২০২৫) নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। নির্বাচনে এ্যাডভোকেট মো: ফরিদপুর রহমান সভাপতি ও এ্যাডভোকেট মো: আমিরুল ইসলাম বাছেত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যাণ্যরা হলেন-সহ সভাপতি-মো: ইউসুফ-(১), ও মো: ফিরোজ কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তোয়াহা, ও এস এম মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো: মাহাবুবুর রহমান-(২) ধর্ম ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো: আদিল মাহমুদ, পাঠাগার সম্পাদক মিজানুর রহমান খান ও শাহ মো: আহসান উল্যাহ সুমন এবং সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো: মাহবুব আলম মাহাবুব, মো: ফরিদুল ইসলাম, রাজিব হাওলাদার এবং মো: আলমগীর নবিন। 
প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করার পর ২২ জানুয়ারি যাচাই-বাছাই শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার আলহাজ্ব মো: মোজাম্মেল হক তাদের বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় বিজয়ী ঘোষণা করেন।