অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৬শে জানুয়ারী ২০২৫ | ১৩ই মাঘ ১৪৩১


দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে হাল ধরেছে বিএনপি: সেলিমা রহমান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:১৬

remove_red_eye

২১

বিএনপি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে হাল ধরেছে এবং সবসময় মানুষের কল্যাণে সংস্কার করে গেছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সাধারণ মানুষের কাছে গিয়ে বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে বলেও মনে করেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জাতীয় শিশু-কিশোর সংগঠন কলমকলির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেলিমা রহমান বলেন, জুলাই-আগস্টে আমাদের যে আন্দোলন হয়েছে, বুকের রক্ত দিয়ে যারা এদেশকে মুক্ত করেছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং অভিনন্দন রয়েছে। কিন্তু, সেই সঙ্গে মনে রাখতে হবে তাদের বুকের রক্ত কিন্তু এখনো শুকায়নি। রাজপথ এখনো তাদের রক্তে লাল হয়ে আছে। কিন্তু, শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার এই দেশে নানারকম মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি বলেন, ৫ আগস্ট স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমরা কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা মুক্তভাবে নিশ্বাস নিতে পারছি। এটা কিন্তু দীর্ঘ আন্দোলনের ফল ছিল। বিগত ১৫ বছর বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল নির্যাতিত হয়েছে, গুম-খুনের শিকার হয়েছে। আমাদের নেতাকর্মীরা ঘরে ঘুমাতেও পারতেন না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, শহীদ জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। একটা দানবীয় সরকার দুটি প্রজন্মকে জিয়াউর রহমানের নাম জানতে দেয়নি। এত বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করেছে, কিন্তু তার মেয়ে (শেখ হাসিনা) শেখ মুজিবের নাম একবারে তলানিতে নিয়ে গেছেন।

সেলিমা রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের জন্য শিশু একাডেমি করেছেন, শিশুপার্ক করেছেন। এমন কিছু নেই, যা তিনি শিশুদের জন্য করেননি। নারী ক্ষমতায়নের সবচেয়ে বড় সংস্কারক ছিলেন জিয়াউর রহমান।

এখন প্রতিটি ক্ষেত্রে আমরা অন্যের কালচার নিয়ে কাজ করেছি উল্লেখ করে সেলিমা রহমান বলেন, একটি দানবীয় সরকার শুধু ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারতের হাত ধরে দেশের মানুষের ভোটের অধিকার, মৌলিক অধিকারসহ সব কিছু কেড়ে নিয়েছে।

 

কলমকলির সভাপতি গোলাম কাদেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুল হক সোহাগের সঞ্চালনায় আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রফেসর ড. সুকোমল বড়ুয়া,
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

 





ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান

ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান

ভোলায় মাসিক স্বাস্থ্যসেবার বিষয়ে দুই বছরের কোর্স সম্পন্ন করেছে ৫০ স্কুলের একশ’ শিক্ষার্থী

ভোলায় মাসিক স্বাস্থ্যসেবার বিষয়ে দুই বছরের কোর্স সম্পন্ন করেছে ৫০ স্কুলের একশ’ শিক্ষার্থী

চরফ্যাশনে কৃষকদের মাঝে সার বিতরণ

চরফ্যাশনে কৃষকদের মাঝে সার বিতরণ

ভোলায় তারেক রহমানের পক্ষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় তারেক রহমানের পক্ষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চরফ্যাসনে বাদীকে ফাঁসাতে টোংঘরে অগ্নিসংযোগের অভিযোগ

চরফ্যাসনে বাদীকে ফাঁসাতে টোংঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কেউ কেউ নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে: ভোলায় জামায়াত সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

কেউ কেউ নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে: ভোলায় জামায়াত সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

কোকোর দশম মৃত্যুবার্ষিকীতে দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে মিলাদ-মাহফিল

কোকোর দশম মৃত্যুবার্ষিকীতে দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে মিলাদ-মাহফিল

হাসপাতাল ছেড়ে ছেলের বাসায় উঠেছেন বেগম খালেদা জিয়া

হাসপাতাল ছেড়ে ছেলের বাসায় উঠেছেন বেগম খালেদা জিয়া

ভোলায় প্রায় ১৮ বছর পর আজ জামায়াতের কর্মী সম্মেলন

ভোলায় প্রায় ১৮ বছর পর আজ জামায়াতের কর্মী সম্মেলন

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ভোলায় অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ভোলায় অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আরও...