অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


গ্রামীন জন উন্নয়ন সংস্থার সহযোগিতায় ৬৩জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জুন ২০২০ রাত ০৯:০৮

remove_red_eye

৭৪৪


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দরীদ্র মেধাবী ৬৩ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রকল্পের আওতায় এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষাথীদের এ বৃত্তি প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক হলরুমে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।  গ্রামীন জন উন্নয়ন সংস্থা বৃত্তি প্রদান অনুষ্ঠানের আায়োজন করে। প্রথম দফায় ৪২ জন প্রত্যেককে ১২ হাজার ও ২য় দফায় ২১ জন প্রত্যেক কে ১২ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
বিতরন অনুষ্ঠানে আারো উপস্থিত ছিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন ও অতিরিক্ত পরিচারক মোঃ মোস্তফা কামাল।







আরও...