অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে মন্দিরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে প্রার্থনা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৫৯

remove_red_eye

২৩৭

পুষ্পেন্দু মজুমদার : ভোলার চরফ্যাশনে বিভিন্ন মন্দিরে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে প্রার্থনা করা হয়েছে। হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চরফ্যাশন উপজেলার আয়োজেন এসময় অংশ নেন কয়েকশ হিন্দু ধর্মালন্বী নারী-পুরুষরা। শনিবার রাতে চরফ্যাশন শ্রী শ্রী কালীবাড়ি মন্দির,হরিবাড়ি মন্দির ও রাধাগোবিন্দ মন্দিরে এ প্রার্থনা করা হয়।  এ ছাড়া আগের দিন রাতেও কয়েকটি মন্দিরে প্রার্থীনা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন রাধা গোবিন্দ মন্দির কমিটির সম্পাদক  হৃদয় চন্দ্র শীল , কালীবাড়ি মন্দির কমিটির সহসাংগঠরিক সম্পাদক  পরিমল দাস অভি, চৈতন্যধাম মন্দির কমিটির সম্পাদক এস মিঠুন সরকার, সনাতন যুব সংঘের নেতা সাধন কর্মকার, শিবলু সরকার,শুভ সাহা প্রমুখ।    





আরও...