অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


সালেহ আহমেদ আর নেই


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩

remove_red_eye

২০৭

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিকেএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলামের বাবা আলহাজ্ব সালেহ আহমেদ হাওলাদার(৮৫) বুধবার  রাত পৌনে এগারোটার দিকে বোরহানউদ্দিন পৌরসভার আট নাম্বার ওয়ার্ডের নিজ বাসায় ইন্তেকাল করেছেন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
বৃহস্পতিবার সকাল এগারোটার সময় উপজেলা পরিষদ চত্বরে জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনী, বিপুল সংখ্যক আতœীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
এদিকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বোরহানউদ্দিনে কর্মরত সকল সাংবাদিক সংগঠন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, কুতুবা মাধ্যমিক বিদ্যালয় পরিবার সহ অনেক সংগঠনের নেতৃবৃন্দ।