অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৮ই জানুয়ারী ২০২৫ | ৫ই মাঘ ১৪৩১


চরফ্যাশন উপজেলায় জাতীয় ছাত্র সমাজের নতুন কমিটি গঠন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৩২

remove_red_eye

১৭

মোঃ হাসনাইন আহমেদ: বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের চরফ্যাশন উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মো. তারেক পাটোয়ারীকে আহ্বায়ক এবং আশরাফুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

১৬ জানুয়ারি (বুধবার) বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ভোলা জেলার আহ্বায়ক মানষ ঘোষ শান্ত এই কমিটির অনুমোদন দেন। নবনির্বাচিত কমিটির সদস্যরা বলেন, তারা বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সুশাসনভিত্তিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে কাজ করবে।

নতুন কমিটি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশ এবং স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কাজ করবে। তরুণ প্রজন্মের রাজনৈতিক চেতনা জাগিয়ে তোলা এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্যও এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি: মোঃ তারেক পাটওয়ারী (আহ্বায়ক), মোঃ ইলিয়াছ (যুগ্ম আহ্বায়ক), মোঃ বেল্লাল (যুগ্ম আহ্বায়ক), মোঃ কাউসার হোসেন (যুগ্ম আহ্বায়ক), মোঃ শামিম (যুগ্ম আহ্বায়ক), মোঃ আশরাফুল ইসলাম (সদস্য সচিব), মোঃ আল-আমিন (সদস্য), মোঃ সোহাগ (সদস্য), মোঃ নোমান হোসেন (সদস্য), মোঃ হুসাইন (সদস্য), মোঃ নয়ন শাহ (সদস্য), মোঃ হাচনাইন (সদস্য), মোঃ রঞ্জ (সদস্য), মোঃ শাহিন (সদস্য), মোঃ জুনায়েদ হোসেন রনি আহম্মেদ (সদস্য), মোঃ আমিরুল ইসলাম (সদস্য), মোঃ শাকিল (সদস্য), মোঃ নুর আলম (সদস্য), মোঃ রাইয়ান হোসেন (সদস্য), মোঃ আঃ রহমান (সদস্য)।

ভোলা জেলা আহ্বায়ক মানষ ঘোষ শান্ত বলেন, নতুন কমিটির নেতৃত্বে চরফ্যাশন উপজেলায় জাতীয় ছাত্র সমাজের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।





আরও...