অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে মৎস্য সম্পদ ধ্বংসকারী ৫০ লাখ টাকার চরঘেরা অবৈধ জাল উচ্ছেদ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০০

remove_red_eye

১৭১

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অন্তত ৫০ লাখ টাকা মূল্যের চরঘেরা অবৈধ খুঁটি জাল উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তরের বিশেষ কম্বিং অপারেশনের মাধ্যমে মেঘনা নদীর ১২ নম্বর চর এলাকা থেকে অবৈধ চরঘেরা এসব খুঁটি জাল উচ্ছেদ করা হয়। পরে উচ্ছেদকৃত জাল যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ ও সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমানের তত্ত্বাবধায়নে অভিযানে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, তথ্য সংগ্রহকারী মো. জাকির হোসেন শরিফসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।