অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় করোনা উপসর্গে ব্যবসায়ীর মৃত্যু, নমুনা সংগ্রহ ছাড়াই দাফন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই জুন ২০২০ সকাল ০৮:১৪

remove_red_eye

৮৫৫

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে জ্বর শ্বাসকষ্ট নিয়ে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হলে স্বাস্ত্যবিধি মেনে দাফন করা হলেও নমুনা সংগ্রহ করেনি স্বাস্থ্য বিভাগ। ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তপতি চৌধুরী এতথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, পক্ষিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ৬০ বছরের ওই ব্যবসায়ীর গত ৫ দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিল। বৃহস্পতিবার সকালে এসব উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়। এরপর তাকে সরকারি নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়। তবে স্বাস্থ্য বিভাগের সিমাবদ্ধতার কারনে তার নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
 
তবে ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢলী বলেন, স্বাস্থ্য বিভাগের সিমাবদ্ধতারকথা মিথ্যা নয়। তবে আগামীতে এধরনের কোন মৃত্যুর ঘটনা ঘটলে নমুনা সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করা হবে।