অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় বঙ্গবন্ধু স্যাটেলাইট রুমে হঠাৎ আগুন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জুন ২০২০ রাত ১১:১৯

remove_red_eye

৯৩৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার মনপুরা উপজেলা হল রুম সংলগ্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট ইকোমেন্ট রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে । তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ বুধবার রাত প্রায় ১০টার দিকে উপজেলা হল রুম সংলগ্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট ইকোমেন্ট রুমে আগুন লাগে।

প্রথমে লোকজনের ধারণা করে কে বা কারা কাগজ পোড়ায় কিন্তু পরক্ষনে আগুনের লেলিহান দেখা যায়। প্রথমে যদিও কেউ নির্ণয় করতে পারেনি কোথায় বা কোন রুমে আগুন লেগেছে। আগুনস্থলে সমাজ সেবা অফিস, কৃষি ব্যাংক ও উপজেলা হল রুমসহ অনেকগুলো অফিস রয়েছে ।

তাৎক্ষণিকভাবে মনপুরা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বঙ্গবন্ধু স্যাটেলাইট ইকোমেন্ট রুমের জানালার গ্রীল ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

খবর পেয়ে ছুটে আসেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস সেলিনা চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস এবং মনপুরা প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিরা।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিসেস সেলিনা আক্তার চৌধুরী বলেন, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।