অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে শীতার্তদের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:০৬

remove_red_eye

২১৪

চরফ্যাশন প্রতিনিধি : ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের আয়োজনে চরফ্যাশনে অসহায় তিন শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি।
এসময় ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক খায়রুল ইসলাম সোহেল ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহাদাৎ হোসেন ছায়েদ এবং উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যক্ষ মীর মো. শরীফ হোসেন প্রমুখ।
এছাড়াও চরফ্যাশন প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামাল গোলদার, সহ-সভাপতি কামাল মিয়াজী, যুগ্ম-সাধারন সম্পাদক ও চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি নোমান সিকদার, যুগ্ম-সাধারন সম্পাদক জামাল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন জমাদার, ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের সাধারন সাধারন সম্পাদক মো. সোহেল ইসলাম হাওলাদার, ফিরোজ ছৈয়াল, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন হাওলাদারসহ উপকারভোগী অসহায় নারী-পুরুষ উপস্থিত ছিলেন।