অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বন্ধুমহল এসএসসি’৮৬ ব্যাচের মনপুরায় মিলনমেলা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৫ রাত ০৯:৪৮

remove_red_eye

২০৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বন্ধুমহল এসএসসি-৮৬ ভোলা'র ৩য় মিলনমেলা-২০২৫ ইং গত ৩ ও ৪ জানুয়ারি, অপরূপ সৌন্দর্যের লীলা ভ‚মি  ভোলা জেলার  মনপুরায় রাজীব চৌধুরীর ডাক বাংলায় অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন স্থানে অবস্থানরত ভোলা জেলার ৮৬ বন্ধুরা সমবেত হয়ে একত্রে লঞ্চ যোগে ডাক বাংলার প্রাংগনে   সমবেত হন। দুই দিনব্যাপী  আড়ম্বরপূর্ন এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী বন্ধুরা খেলাধুলা, খোশগল্প, অতীতের স্মৃতিচারণ ও  বিভিন্ন অনুষ্ঠান সূচির মধ্যে দিয়ে তাদের পুরনো স্মৃতির দিনগুলোতে ফিরে গিয়েছিল। উক্ত আয়োজনকে সফল করার ক্ষেত্রে স্থানীয় সমাজসেবক রাজিব চৌধুরী ও মনপুরা থানার ওসি সাহেবের সার্বিক সহযোগিতার জন্য ভুয়সি প্রশংসা করেছেন ৮৬ বন্ধুরা।