অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জানুয়ারী ২০২৫ | ২৪শে পৌষ ১৪৩১


লালমোহনে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৫ রাত ০৮:০৫

remove_red_eye

৪১

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, মেধাবী এবং সু-শিক্ষিত শিক্ষার্থীরাই দেশের শ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদ গড়তে হলে শিক্ষক-অভিভাবক এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাইকে শিক্ষার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে কার্যকর ভ‚মিকা রাখতে হবে। তাহলেই আগামীতে দেশে দক্ষ এবং মেধাবী মানবসম্পদ গড়ে উঠবে।
এছাড়াও এদিন ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন এবং উপজেলা পর্যায়ে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রিড়া প্রতিযোগিতা-২০২৫ সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের সভাপতিত্বে এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডলসহ বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদরাসার প্রধানরা উপস্থিত ছিলেন।