অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জানুয়ারী ২০২৫ | ২৫শে পৌষ ১৪৩১


মনপুরার মেঘনায় পাঙ্গাসের পোনা নিধনের অবৈধ ১৬ চাই জাল আটক, এক হাজার কেজি পোনা জব্দ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৫ রাত ০৮:০৪

remove_red_eye

৪০

কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযান

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরার মেঘনায় রাতভর (১২ ঘন্টা) কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ পাঙ্গাসের পোনা নিধনের ১৬ টি চাই জাল আটক করে। এই সময় এক হাজার কেজি পাঙ্গাসের পোনা উদ্ধার করা হয়।
সোমবার ভোর ৪ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার বদলির চর ও রামনেওয়াজ সংলগ্ন মেঘনায় অভিযানে নিষিদ্ধ চাই আটক ও পাঙ্গাসের পোনা উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত এক হাজার কেজি পাঙ্গাসের পোনা মেঘনায় ছেড়ে দেওয়া হয় বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা কামালা উদ্দিন। আটককৃত ১৬ টি নিষিদ্ধ চাই জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে বলে জানান তিনি।
এই ব্যাপারে মনপুরা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার শাহে আলম জানান, মেঘনায় নিষিদ্ধ জাল ধরতে প্রতিনিয়ত উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযান চলবে।
কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযান


মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরার মেঘনায় রাতভর (১২ ঘন্টা) কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ পাঙ্গাসের পোনা নিধনের ১৬ টি চাই জাল আটক করে। এই সময় এক হাজার কেজি পাঙ্গাসের পোনা উদ্ধার করা হয়।
সোমবার ভোর ৪ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার বদলির চর ও রামনেওয়াজ সংলগ্ন মেঘনায় অভিযানে নিষিদ্ধ চাই আটক ও পাঙ্গাসের পোনা উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত এক হাজার কেজি পাঙ্গাসের পোনা মেঘনায় ছেড়ে দেওয়া হয় বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা কামালা উদ্দিন। আটককৃত ১৬ টি নিষিদ্ধ চাই জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে বলে জানান তিনি।

এই ব্যাপারে মনপুরা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার শাহে আলম জানান, মেঘনায় নিষিদ্ধ জাল ধরতে প্রতিনিয়ত উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযান চলবে।