অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জানুয়ারী ২০২৫ | ২৪শে পৌষ ১৪৩১


বোরহানউদ্দিনে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৫ রাত ০৮:০২

remove_red_eye

২৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় জলবায়ু পরিবর্তন এবং জেন্ডার বিষয়ক ২ ব্যাপী  প্রশিক্ষণ শুরু হয়েছে।  ৬ জানুয়ারি সোমবার, উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। দ্যা অ্যাম্বাসি অব সুইডেন-এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতায় পরিচালিত গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীল ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি -ক্রিয়া প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণটি উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান। উদ্ভোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএস-এর উপ-পরিচালক ডা. খলিলুর রহমান, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মÐল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরুপম সরকার সোহাগ, সহকারী প্রকৌশলী মাহাফুজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানেটি সঞ্চালনা করে ক্রিয়া প্রকল্পের  সমন্বয়কারী পুষ্টিবিদ বাবুল আখতার।
এই প্রশিক্ষণ পরিচালনা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের কনসালট্যান্ট সৈয়দ ফয়সাল আহমেদ এবং সানজিদা কাইয়ুম। পাশাপাশি জিজেইউএস-এর ইরিন ইসরাত এবং মো. জাফর উল্লাহসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের লক্ষ্য সরকারি কর্মকর্তাদের জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এর সঙ্গে অভিযোজনের কৌশল সম্পর্কে দক্ষ করে তোলা। এছাড়া, জলবায়ু ঝুঁকি মোকাবিলা, প্রাকৃতিক দুরে‌্যাগ ব্যবস্থাপনা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় কার‌্যকর পন্থা শেখানো হয়েছে। নারীদের ক্ষমতায়ন এবং নেতৃত্বে তাদের ভূমিকার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এই ধরনের উদ্যোগ সরকারি কর্মকাÐের দক্ষতা বৃদ্ধি ও স্থানীয় পর‌্যায়ে টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে, নারীদের নেতৃত্বে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা বাড়াবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদী সহায়ক হবে।