অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জানুয়ারী ২০২৫ | ২৪শে পৌষ ১৪৩১


চরফ্যাশনে প্রবাসীকে কুপিয়ে জখম


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫

remove_red_eye

২৪

চরফ্যাশন প্রতিনিধি : আবুদাবি প্রবাসীকে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গত রবিবার বেলা ১১ টায় শশীভ‚ষণ থানাধীন উত্তর চরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়,চর কলমী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী জাকির শিকদার (৩৯) ১৫ শতাংশ ওয়ারিশি জমি ক্রয় করে ভোগদখল করছেন। ওই জমির দলিলপত্র থাকার পরও একই ওয়ার্ডের বাসিন্দা প্রতিপক্ষ মোতাহার হোসেন ওই জমিতে সুপারি চারা রোপণ করে। থানা ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে রবিবার জমিতে চারা রোপণ ও প্রবাসী জাকিরকে হামলা মারধর করার হুমকি ধমকি দেয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে জাকির স্থানীয় থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ আলোকে স্থানীয় মাতবরদের নিয়ে সরজমিনে একটি শালিস ফয়সালা হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসী জাকির শিকদার বলেন,আমি  দেশে আসি এবং একটি শালিস ফয়সালা হওয়ার সময় আমার জমিতে জোরপূর্বক গাছের চারা রোপণ বিষয় নিয়ে জানতে চাওয়ায় একই ওয়ার্ডের বাসিন্দা মোতাহারের নেতৃত্বে কালু সরদার,রফিজল,মোজাম্মেল হকসহ অন্তত ১০ থেকে ১৫ জন নারীপুরুষ একত্রিত হয়ে পূর্বপরিকল্পিতাবে দা,সেনি লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত নীল ফোলা জখম করে এবং মাথায় কুপিয়ে জখম করে। তারা আমার খরিদ করা ওই ১৫শতাংশ জমি তাদের রেকর্ড বলে দাবি করে। তবে অপর পক্ষের লোকজনকেও হাসপাতালে ভর্তি হতে দেখা যায়। অভিযুক্ত মোতাহার বলেন,ওই জমির রেকর্ড আমাদের নামে হয়েছে বিধায় জমি আমাদের। এ ঘটনায় শশশিভ‚ষণ থানায় মামলার প্রস্তুতি চলছে।