অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জানুয়ারী ২০২৫ | ২৫শে পৌষ ১৪৩১


ভোলায় অবৈধ ইটভাটায় সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২৫ রাত ১০:৪২

remove_red_eye

৭৪



বাংলার কণ্ঠ প্রতিবেদক : গত ৩০ ডিসেম্বর দৈনিক বাংলার কণ্ঠে চরফ্যাসনে অবৈধ ইট ভাটা নিয়ে সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে।  ভোলার চরফ্যাশন উপজেলায় অবৈধ তিনটি ইটভাটার মালিককে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  রবিবার (০৫জানুয়ারি) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চরফ্যাশন উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের মেসার্স ইনাম ব্রিকসকে এক লাখ টাকা, দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের মেসার্স মানিকা ব্রিকসকে এক লাখ ৫০ হাজার টাকা এবং শশীভূষণ থানার দক্ষিণ চরমঙ্গল এলাকার  মোসার্স রিফাত ব্রিকসকে তিন লাখ টাকা।


ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে ভোলার চরফ্যাশন উপজেলার অবৈধ তিনটি ইটভাটায় ভ্রাম্যমান আদলতের মাধ্যমে অভিযান চালানো হয়। এ সময় কোনো প্রকার অনুমিত ছাড়া ইটভাটা পরিচালনা করায় তিনটি ইটভাটাকে বন্ধ করে দেওয়া হয় এবং ইটভাটার মালিককে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. যায়েদ হোছাইন। একই সঙ্গে ইটভাটার মালিকদেরকে ইটভাটা বন্ধ রাখার জন্য মৌখিকভাবে নিষেধ করা হয়েছে। পরিবেশ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।