অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৫শে জানুয়ারী ২০২৫ | ১২ই মাঘ ১৪৩১


আন্তর্জাতিক ‘চাইল্ড ম্যাসেজ’ বাংলা বিভাগের পূর্ণাঙ্গ যাত্রা শুরু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:২৪

remove_red_eye

৫০

আন্তর্জাতিক শিশু নেটওয়ার্ক ‘চাইল্ড ম্যাসেজ’ বাংলা বিভাগ-এর পূর্ণাঙ্গ যাত্রা শুরু হলো। নতুন বছরের শুরুতেই নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ সম্প্রতি এক ভার্চুয়াল আয়োজনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে চাইল্ড ম্যাসেজ বাংলা বিভাগের ওয়েবসাইট উদ্বোধন করেন।
  
চাইল্ড ম্যাসেজ-এর প্রধান নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ড বাংলাদেশের সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান বাবলু, ভয়েস অব আমেরিকার সিনিয়র সাংবাদিক নাসরিন হুদা বিথি, বিবিসি বাংলা’র সিনিয়র সাংবাদিক রেহানা পারভিন, এএফপি’র সিনিয়র ফটো সাংবাদিক মনির-উজ-জামান প্রমুখ।
 
আল জাজিরা নেটওয়ার্কের সিনিয়র সাংবাদিক ফয়সাল মাহমুদ বলেন, গণমাধ্যমে এখন অনেক ভুয়া খবর ছড়িয়ে পড়ছে যেটা অত্যন্ত ক্ষতিকর। দেশের অনেক বড় বড় মিডিয়া হাউজেও এই প্রবণতা রয়েছে উল্লেখ করে তিনি এই বিষয়ে চাইল্ড ম্যাসেজ বাংলা বিভাগকে সতর্ক থাকার পরামর্শ দেন। 

কামরুজ্জামান বাবলু বলেন, আমাদের দেশে মেয়েরা এখনো প্রতিনিয়ত অবহেলার স্বীকার হচ্ছে।

এই বিষয়গুলো সামনে আনা খুবই প্রয়োজন। পাশাপাশি শিশুদের অধিকার আদায়ে ডাটাবেজ তৈরি করার আহ্বান জানান তিনি।

নাসরিন হুদা বিথি বলেন, এতো সুন্দর প্লাটফর্মটি তার বাংলা বিভাগ শুধু বাংলাদেশের শিশুদের জন্য তৈরি করেছে এটি খুবই ভলো উদ্যোগ। এর উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। তিনি চাইল্ড ম্যাসেজ বাংলা বিভাগের সাথে একযোগে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন।  

সিনিয়র ফটো সাংবাদিক মনির-উজ-জামান বলেন, বাংলাদেশের শিশুদের জন্য করা এই উদ্যোগে সবারই একসঙ্গে কাজ করা উচিৎ। তিনি রিপোর্টিং-এর পাশাপাশি শিশুদের ফটোগ্রাফি প্রশিক্ষণ দেয়ার ও পরামর্শ দেন।
 
বিবিসি বাংলা’র সিনিয়র সাংবাদিক রেহানা পারভিন চাইল্ড ম্যাসেজ বাংলা বিভাগের নবযাত্রায় অভিনন্দন জানিয়ে বলেন, এই উদ্যোগ আয়োজনে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে আমাদের দায়িত্ব বেড়ে গেছে। তিনি চাইল্ড ম্যাসেজের সাথে ভবিষ্যতেও যুক্ত থাকবেন বলে আশা প্রকাশ করেন।

ওয়েবসাইট নির্মাতা প্রতিষ্ঠান সোসিও মাইক্রো ফাইন্যান্স ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুইদ খান জানান, চাইল্ড ম্যাসেজ বাংলা বিভাগের ওয়েবসাইটটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রয়োগ করা হবে। এটি নিখোঁজ শিশুদের জন্য হবে অসাধারণ একটি কাজ৷

চাইল্ড ম্যাসেজ-এর প্রধান নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী বলেন, আমরা শিশু সাংবাদিকতাকে বদলে দিতে চাই। পাশাপাশি জাতিসংঘ শিশু অধিকার কনভেনশনের তেরো অনুচ্ছেদ বাস্তবায়নে চাইল্ড ম্যাসেজ তার জোরালো ভুমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি।
 
তিনি বলেন, ২০২১ সালে চাইল্ড ম্যাসেজের যাত্রা শুরুর পর থেকে শিশুরা সরাসরি সরকারের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীসহ কুটনীতিকদের প্রশ্ন করার সুযোগ যেমন পেয়েছে তেমনি প্রতিটি পর্ব থেকেই গুরুত্বপূর্ণ অর্জন এসেছে। 

তিনি জানান, বিশ্ব শিশুদের একই নেটওয়ার্কের আওতায় এনে তাদের অধিকার সম্পর্কে সচেতনতার পাশাপাশি শিশু অধিকার বাস্তবায়নে কাজ করার লক্ষ্যে ২০২১ সালের ১০ মে বিশ্ব শিশুদের নেটওয়ার্ক ‘চাইল্ড ম্যাসেজ’ যাত্রা শুরু করে। পরবর্তীতে বাংলা ভাষাভাষি শিশুদের বিষয়টি বিবেচনা করে একই বছর ১০ ডিসেম্বর চাইল্ড ম্যাসেজ বাংলা বিভাগ চালু করে। কিন্তু বাংলা বিভাগের কার্যক্রম বিশেষ বিশেষ আয়োজনে সীমাবদ্ধ ছিলো। ২০২৫ সালের শুরুতেই চাইল্ড ম্যাসেজ-এর বাংলা বিভাগ আরো বড় পরিসরে কাজ করার লক্ষ্যে নতুন ওয়েবসাইট উন্মোচন করলো।
 
এই ওয়েবসাইটের মাধ্যমে শিশুদের অডিও, ভিডিও ও অনলাইনে কাজ করার প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্ত শিশুরা তিন ক্যাটাগরিতে নিজেরাই সংবাদ পরিবেশন করবে। জাতীয় ও আন্তর্জাতিক বার্তা সংস্থার সিনিয়র সাংবাদিকরা তাদের প্রশিক্ষণ দেবেন।





ভোলায় প্রায় ১৮ বছর পর আজ জামায়াতের কর্মী সম্মেলন

ভোলায় প্রায় ১৮ বছর পর আজ জামায়াতের কর্মী সম্মেলন

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ভোলায় অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ভোলায় অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভোলার পরানগঞ্জে নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভোলার পরানগঞ্জে নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মনপুরায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

মনপুরায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

চরফ্যাশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা নাজিমউাদ্দন আলম

চরফ্যাশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা নাজিমউাদ্দন আলম

চরফ্যাশনে শীতার্তদের  মাঝে কম্বল বিতরণ

চরফ্যাশনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটির শপথ গ্রহণ

ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটির শপথ গ্রহণ

চরফ্যাসনে ব্যাংকে গিয়ে  মারধরের শিকার গ্রাহক

চরফ্যাসনে ব্যাংকে গিয়ে মারধরের শিকার গ্রাহক

অন্তর্বর্তী সরকার যাতে ব্যাথ্য না হয় দেশী বিদেশী চক্রান্ত চলছে : নাজিম উদ্দিন আলম

অন্তর্বর্তী সরকার যাতে ব্যাথ্য না হয় দেশী বিদেশী চক্রান্ত চলছে : নাজিম উদ্দিন আলম

ভোলায় জনউন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন

ভোলায় জনউন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন

আরও...