অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জানুয়ারী ২০২৫ | ২৩শে পৌষ ১৪৩১


আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না: জামায়াত আমির


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪৮

remove_red_eye

১৯

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা ঐক্যবদ্ধ জাতি চাই। আমরা চাই সম্মান।

আমরা বিদেশি বন্ধু চাই, কিন্তু প্রভু চাই না। তবে এই বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে, তা হবে না।  

 

তিনি বলেন, বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে থাকবে। কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। আমাদের লাখ লাখ কর্মী আজ আওয়াজ তুলে বলছে-আমরা জীবন দেব, কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আর বিক্রি হতে দেব না।

শুক্রবার (০৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর শহরের নবাব সিরাজ-উদ দৌলা (এনএস) সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াত আমির মীর নুরুল ইসলাম। কর্মী সমাবেশ সফল করতে জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও গ্রাম পর্যায় থেকে হাজারো নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হন। পরে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।

জামায়াত আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, মানবিক ও সাম্যের; তবে এর জন্য আমাদের অনেক লড়াই করতে হবে। তাহলেই আমরা সত্যিকারের স্বাধীন দেশের নাগরিক হব।  

তিনি বলেন, সাম্যের বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী মানুষের দোয়া, ভালোবাসা ও পরামর্শ চায়, চায় ইতিবাচক সমালোচনা। আমরা ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রস্তুত; আর কোন বিভেদ নয়, ঐক্যবদ্ধ জাতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

জামায়াত আমির বলেন, একটি শ্রেণী জামায়াত সম্পর্কে অপবাদ ছড়ায়- এই দল ক্ষমতায় গেলে, ইসলামি শাসন কায়েম হলে নারীদের নাকি আর ঘর ঘেকে বের হতে দেওয়া হবে না। এই ধারণা সঠিক নয়।

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে নারী-পুরুষ নির্বিশেষে কাজ করবে। নারীকে কখনো নারী বলে কাজের বাইরে রাখা হবে। নারী তার প্রাপ্য সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবে।

শফিকুর রহমান বলেন, আমাদের সন্তানেরা এমনভাবে শিক্ষিত হবে যেন শিক্ষাজীবন শেষে চাকরির জন্য মামা-খালুর পেছনে দৌড়াতে না হয়। শিক্ষাজীবন শেষে হওয়ার আগে কাজই আমাদের সন্তানদের কাছে পৌঁছে যাবে। এ দায়িত্ব পালন করবে জামায়াতে ইসলামী।  

তিনি বলেন, আমরা পিণ্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দি হওয়ার জন্য নয়। আমরা প্রস্তুত হয়েছি সত্যিকারের স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য। আমাদের দিকে কেউ লাল চোখে তাকালে তা আমরা বরদাশত করব না। আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না। আমরা সমমর্যাদার ভিত্তিতে বৈদেশিক সম্পর্ক রাখতে চাই।

জামায়াত আমির বলেন, তারা তিনটি নির্বাচনের নামে তাণ্ডব চালিয়েছে। তারা নির্বাচনে বিশ্বাস করে না। যারা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না, তাদের আবার কীসের নির্বাচন। এখনও আওয়ামী সিন্ডিকেট দেশের বিভিন্ন স্থানে বসে আছে। কেউ কেউ বলছেন পুরোনো সিন্ডিকেট দখল করেছে নতুন সিন্ডিকেট। তাই আমরা নতুন-পুরাতন কোনো সিন্ডিকেট দেখতে চাই না। দেশের মানুষের ওপর জুলুম বন্ধ করতে হবে। এ বিষয়ে সরকার যদি উদ্যোগ নেয় আমরা সর্বোচ্চ সহযোগিতা দেব।

নাটোর নিয়ে তিনি বলেন, নাটোর জেলা কোনো অপরাধ করেনি। তারপরও এখানে কোনো মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট নেই। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি, অন্তত একটি প্রতিষ্ঠান নাটোরে গড়ে তুলে এ বঞ্চনার ইতি টানা হোক।

কর্মী সমাবেশে সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সাদেকুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিনসহ আরও অনেকে।

বিকেল সাড়ে ৩টায় জামায়াত আমির নাটোর জেলা পরিষদ (অনিমা চৌধুরী) মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত সুধী সমাবেশেও প্রধান অতিথির বক্তব্য দেবেন। সুধী সমাবেশে চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেবেন।

 

 

 

সুত্র বাংলা নিউজ





ভোলায় অবৈধ ইটভাটায় সাড়ে  পাঁচ লাখ টাকা জরিমানা

ভোলায় অবৈধ ইটভাটায় সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা

তজুমদ্দিনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে র‍্যালি ও ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

তজুমদ্দিনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে র‍্যালি ও ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

লালমোহনে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৬ লাখ টাকা অর্থদণ্ড

লালমোহনে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৬ লাখ টাকা অর্থদণ্ড

ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব ও শীত বস্ত্র বিতরণ

ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব ও শীত বস্ত্র বিতরণ

পেঁয়াজ উৎপাদনে সম্ভাবনাময় চরাঞ্চলের মাটি

পেঁয়াজ উৎপাদনে সম্ভাবনাময় চরাঞ্চলের মাটি

লালমোহনে ২১৫ কোটি টাকার ধান উৎপাদনের সম্ভাবনা

লালমোহনে ২১৫ কোটি টাকার ধান উৎপাদনের সম্ভাবনা

সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

জাতীয় নির্বাচনে ইচ্ছাকৃত ভুল করবে না কমিশন: সিইসি

জাতীয় নির্বাচনে ইচ্ছাকৃত ভুল করবে না কমিশন: সিইসি

সেন্টমার্টিনে খাবার পানি সরবরাহ করবে সরকার, বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

সেন্টমার্টিনে খাবার পানি সরবরাহ করবে সরকার, বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

৪৩তম বিসিএস: বাদ পড়াদের আবেদন পুনর্বিবেচনার সভা বৃহস্পতিবার

৪৩তম বিসিএস: বাদ পড়াদের আবেদন পুনর্বিবেচনার সভা বৃহস্পতিবার

আরও...