অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে অসহায়দের মাঝে নগদ সহায়তা প্রদান


এ আর সোহেব চৌধুরী

প্রকাশিত: ৯ই জুন ২০২০ সন্ধ্যা ০৭:৩৫

remove_red_eye

৭৮২



এআর সোহেব চৌধুরী,চরফ্যাশন : চরফ্যাশন উপজেলার ভাঙ্গণ কবলিত বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়ন ও চর নিজামে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে অসহায় হতদরিদ্র নারীপুরুষের মাঝে নগদ সহায়তা ও হাজেনিক কিট বিতরণ করা হয়েছে।

স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে ও জাগো নারী টেকনিক্যাল এর সাপোর্টে এবং কোস্ট ট্রাস্টের বাস্তবায়নে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
গত রবিবার দুপুরে ঢালচর ও চর নিজামের ১২৫ পরিবারকে ১৩টি লাইফবয় সাবান,হুইলের গুড়া,পানির বালতি,মগ,৫০পিস সার্জিক্যাল মাস্ক,৪গজ সুতি কাপর ও ৩হাজার করে মোট ২লাখ ৭৫হাজার টাকা সহায়তা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, চরফ্যাশন কোস্ট ট্রাস্টের সহকারি পরিচালক রাসিদা বেগম ও প্রকল্প প্রোগ্রাম অফিসার মো. ইউনুস।