অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


সাগরে মাছ শিকার করায় চরফ্যাশনে ট্রলারসহ মাছ জব্দ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই জুন ২০২০ সন্ধ্যা ০৭:৩৩

remove_red_eye

৮২৬



চরফ্যাসন প্রতিনিধি :  ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের নতুন ¯øুইসঘাট এলাকায় গভীর সমুদ্র থেকে আসা তিনটি সামুদ্রিক ট্রলারসহ প্রায় ২০মন সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকাল ১১টায় চরফ্যাশন নৌ-পুলিশের নেতৃত্বে ওই তিনটি ট্রলারসহ সামুদ্রিক কাইক্কা,শাপলা পাতা ও রূপচাঁদাসহ অন্যান্য সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে তিন ট্রলারের তিন মাঝিকে ৩০হাজার টাকা করে মোট ৯০হাজার টাকা জরিমানা এবং ২০মন মাছ ২০হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
এ বিষয়ে উপজেলা মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক বাংলাদেশের সামুদ্রিক ও অর্থনৈতিক এলাকা এবং গভীর সমুদ্রে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকায় আমরা তিনটি সামুদ্রীক ট্রলার আটক করেছি। এবং সুবর্ণচরের চর হাসান ইউনিয়নের তিন মাঝিকে সামুদ্রীক অধ্যাদেশ ১৯৮৩ এর ৩ ধারায় ৯০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।