অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জানুয়ারী ২০২৫ | ২১শে পৌষ ১৪৩১


তজুমদ্দিনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম গোল্ডকাপ শর্টপীচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২৫ সকাল ১০:০২

remove_red_eye

২০

ফখরে আজম পলাশ, তজুমদ্দিনঃ ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে, মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে “মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম গোল্ডকাপ শর্টপীচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট” উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করেন, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ও তজুমদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ইউনিয়ন (উত্তর) বিএনপি'র সভাপতি রবিউল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, যুগ্ন আহ্বায়ক ইকবাল হাসান মায়া, মোঃ শাহাবুদ্দিন, মোঃ ফরিদ উদ্দিন ফকির, চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জোসেফ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমএ হালিম, সদস্য জাবেদ হোসেন দিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আল মামুন, উপজেলা যুবদল নেতা মোঃ আল আমিন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহিন আলম অভি, সোহেল তানভীর, মোঃ নাসিম প্রমুখ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মমিন, যুগ্ম আহ্বায়ক মোঃ সজীব, মিজান চৌধুরী ও মোঃ রাজিব।