বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৫ রাত ০৯:২৭
২৬
প্রথম দিন ৭ লাখ এক হাজার ৬৩৪ পিস বই বিতরণ
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় আনুষ্ঠানিক ভাবে কোমলমতী শিক্ষার্থীদের মাঝে প্রতি বছরের মতো বছরের প্রথম দিনে বই বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক আজাদ জাহান প্রধান অতিথি হিসেবে ভোলা সরকারি উচ্চ বালক ও বালিকা বিদ্যালয় ৩য় শ্রেনীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
বই বিতরণ কালে জেলা প্রশাসক বলেন, আজ আমরা কোমলমতী শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছি।আশা রাখি শিশুরা মন দিয়ে পড়াশোনা করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাবে।
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলামের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অপর দিকে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে বছররে প্রথম দিনে শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠানে নবম শ্রেনীর ইংলিশ গ্রামার ক্লাস নিলেন ভোলা জেলা প্রশাসাক মো আজাদ জাহান।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে বই বিতরন এর এক পর্য়ায়ে ইংলিশ গ্রামর নিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীরা এগিয়ে আসেন জেলা প্রশাসকের ইংরেজি গ্রামার প্রশ্নের উত্তর দিতে। এসময় জেলা প্রশাসক শিক্ষার্থী টেনস,গ্রামার সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করেন। শিক্ষার্থীরা এ সময় জেলা প্রশাসকে আন্তরিক ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেন।
এসময় শিক্ষার্থীদের বাল্য বিয়ে, মাদক,মোবাইল ফোন কম চালানো সহ নানা ধরনের উপদেশ প্রধান করেন। বই পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি। শিক্ষকদের আন্তরিভাবে শিক্ষার্থীদের পাঠদান করাবেন বলে নির্দেশ দেন জেলা প্রশাসক।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বই পড়া এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজ অংশ নিতে শিক্ষার্থীদের উপদেশ প্রধান করেন।জেলা প্রশাসকের গ্রামার নিয়ে প্রশ্ন করাতে মুগ্ধ হয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
এর আগে তিনি ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল,ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম সালাউদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান প্রমুখ। সংশ্লিষ্ট সূত্র জানান,জেলায় প্রাথমিক পর্যায়ের ২ লাখ ৩৭ হাজার শিক্ষার্থীর মাঝে প্রথম দিন ৭ লাখ এক হাজার ৬৩৪ পিস বই বিতরণ করা হয়।
জেলার মোট এক হাজার ৪৭ টি প্রাথমিক ও ৩৭১ টি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। জেলায় মোট বইয়ের চাহিদা ১১ লাখ ৯০ হাজার ২৬৭ টি বই। যারমধ্যে ৫৯ ভাগ বই বরাদ্দ এসেছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম। তিনি বলেন, আগামী ২ সপ্তাহের মধ্যে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌছে দেয়া হবে।
বছরের প্রথমদিন নতুন বই হাতে পেয়ে অনেকটাই খুশি তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীরা। যারা বই পাননি তারাও ছিলেও উচ্ছ¡াসিত।
এরআগে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যাললয়ে বই বিতরণের উদ্ধোধন করে জেলা প্রশাসক। মাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ২৫২ জন। এখানে বরাদ্দ এসেছে প্রায় ৩০ হাজার পিস বই।
ভোলায় কৃষক দলের সমাবেশ
ভোলায় তীব্র শীতে জন জীবন বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ বিপাকে
কম্বল কিনতে প্রধান উপদেষ্টার তহবিল ও ত্রাণ মন্ত্রণালয়ের ৩৩,৮৭,৫০,০০০ টাকা বরাদ্দ
‘পাঁচ মাসে অন্তর্বর্তী সরকার ৯০ শতাংশ সফল’, সাক্ষাৎকারে শফিকুল আলম
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে
ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো
পাকিস্তানে ‘কমিশন ডে’ অনুষ্ঠানে যোগ দিলেন হাফিজ
গত ১৫ বছরে ২৮০ বিলিয়ন ডলার পাচার হয়েছে: মির্জা ফখরুল
আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না: জামায়াত আমির
চলে গেলেন ভোলা সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর মো. এনায়েত উল্ল্যাহ্
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত