অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৪ঠা জানুয়ারী ২০২৫ | ২১শে পৌষ ১৪৩১


নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বোরহানউদ্দিনে বর্নাঢ্য র‌্যালী


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৫ রাত ০৯:২৪

remove_red_eye

২০




মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন : " বাংলাদেশ কে বদলাই, বিশ্বকে বদলাই"এই প্রতিপাদ্য কে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা স¤প্রসারিত ভবনের  সামনে থেকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান - উজ্জামান এর  নেতৃত্বে র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এ-সময় র‌্যালিতে  উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল,  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা,  উপজেলা প্রকৌশল কর্মকর্তা মাইদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মাহফুজুর রহমান, মাধ্যমে শিক্ষা অফিসার মোঃরেজাউল করিম, মাধ্যমিক একাডেমিক শিক্ষা কর্মকর্তা আয়শা সিদ্দিকা, প্রাণী সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হাসান, সমাজ সেবা কর্মকর্তা মিয়া মন্জুর এলাহি মোঃ আল আমিন
সমবায় কর্মকর্তা এনামুল হক, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বোরহানউদ্দিন প্রেসক্লাব সদস্য সাংবাদিক  মহিউদ্দিন আজিম,  সাংবাদিক মনিরুজ্জামান, ছাত্র প্রতিনিধি ,   বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন স্কুল - কলেজ শিক্ষক ও ছাত্র ছাত্রী,  এনজিও সংস্থা প্রতিনিধি সহ আরও অনেকে।