অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫১

remove_red_eye

২৪৮

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনে দলীয় ও জাতীয় পতাকা উত্তলন, বর্ণাঢ্য র‍্যালি, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা মধ্যে দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
 
বুধবার (১ জানুয়ারি) সকাল থেকেই পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদল ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিলে মুখরিত হয়ে ফ্যাসন স্কয়ারে বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রদলের কয়েকহাজার নেতাকর্মী। 
 
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আরিফ ফরাজী, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. এহসান উল্লাহ্ শোভন, সদস্য সচিব কাজী অনিক, পৌর ছাত্রদলের আহবায়ক নুর উদ্দিন আখন, সদস্য সচিব ইয়াজুল ইসলাম ইয়াজ, কলেজ ছাত্রদলের আহবায়ক মো. ইমরান, সদস্য সচিব মেহেদী মিয়াজী প্রমুখ। এছাড়ও উপজেলা ছাত্রদলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 
 
আলোচনা সভায় বক্তারা বলেন, শারীরিক ও মানুষিকভাবে সুস্থ-সুন্দর প্রজম্ম গঠন করাই ছাত্রদলের মূল নীতি ও লক্ষ উদ্দেশ্য। শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারন করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ছাত্রদল সর্বদা প্রস্তুত। স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষে চরফ্যাশনের সন্তান কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে একটি আধুনিক উপজেলা ছাত্রদল গঠন করবো।

 





আরও...