অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জানুয়ারী ২০২৫ | ২৪শে পৌষ ১৪৩১


ভোলায় নৌবাহিনী যৌথ অভিযানে বিপুল পরিমান বিদেশী শাড়ি জব্দ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৫

remove_red_eye

৪৯

বাংলার কণ্ঠ ডেস্ক : সরকারের নির্দেশনা মোতাবেক 'ইন এইড টু সিভিল পাওয়ার' এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে (০১-০১-২০২৫) ভোলা জেলার চরফ্যাশন থানাধীন জনতা বাজার এলাকায় নৌবাহিনী কন্টিনজেন্ট যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত একটি নসিমন থেকে সাড়ে আট বস্তা শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি অবৈধ শাড়ি কাপড় (৩৪৫৩ পিস) উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ১০,৩৫,৯০০/০০ (টাকা দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার নয়শত মাত্র)। যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনি পদক্ষেপের জন্য চরফ্যাশন থানায় হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা চলমান থাকবে।আইএসপিআর