বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬
৩৯
প্রকৃত কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ না করার অভিযোগ
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় সরিষার ফুলে ভরে গেছে চারপাশের মাঠ। অথচ মনপুরায় কৃষি বিভাগ থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ করা হচ্ছে এখনো। সময়মতো সরিষার বীজ বিতরণ করেনি কৃষি বিভাগ। ফলে এ বছর সরিষার চাষ করে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন চাষিরা। এছাড়াও প্রকৃত কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ না করার অভিযোগও রয়েছে চাষিদের।
মনপুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকের মাঠে সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন মাঠ সরিষার ফুলে ভরে গেছে। কিছু দিনের মধ্যেই সরিষা কেটে বিক্রি করবেন কৃষকরা। অথচ মনপুরা উপজেলা কৃষি বিভাগের অবহেলার কারণে সময় মতো সরিষা চাষ করতে পারেননি কৃষকরা। মাটি নরম থাকা অবস্থায় প্রতি বছর ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে সরিষার বীজ বপনের সময় থাকলেও এ বছর ওই সময় সরিষার বীজ বপন করতে পারেননি অনেক কৃষক। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষকদের মাঝে বারি-১৪ ও বীনা-৯,১১ জাতের সারিষার বীজ ও সার বিতরণ শুরু করে মনপুরা উপজেলা কৃষি বিভাগ। যা এখনও চলমান রয়েছে।
এছাড়া কৃষকদের অভিযোগ, প্রণোদনার তালিকায় এমন অনেকের নাম রয়েছে, যারা প্রণোদনা পাওয়ার যোগ্য নয়। আর যারা প্রণোদনা পাওয়ার যোগ্য তাদের বেশিরভাগের নাম নেই।
উপজেলার হাজির হাট ইউনিয়নের চর ফৈজউদ্দিন গ্রামের কৃষক আব্দুল গফুর, মো. মিরাজ ও মো. নূরন্নবী জানান, ক্ষেতে সরিষার বীজ বপনের সময় নভেম্বর মাসের মধ্যে। ওই সময় মাটি নরম থাকে, তাই সরিষার বীজ বপন করলে ফলন ভালো হয়। আবার রোগ বালাইয়ের আক্রমণও থাকে না। কিন্তু এ বছর আমাদের উপজেলা কৃষি অফিস ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে সরিষার বীজ বিতরণ করেছে। ওই বীজ এখন আমরা ক্ষেতে বপন করছি।
তারা আরও জানান, দেরিতে বপনের কারণে তেমন ফলন হবে না। এমনকি লোকসানেরও সম্ভাবনা রয়েছে। তারপরও বপন করছি। কিছু করার নেই।
তবে মনপুরা উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. আহসান তাওহীদ অভিযোগ অস্বীকার করে জানান, এ বছর তারা প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২০০ জন কৃষকের মাঝে ১ কেজি করে সরিষার বীজ, ২০ কেজি করে সার এবং বীজ সহায়তার আওতায় ৬০ জন কৃষকদের মাঝে ১ কেজি করে বীনা-৯ ও ১১ জাতের সারিষার বীজ বিতরণ শুরু করেছেন। আগামী এক সপ্তাহর মধ্যেই বিতরণ কাজ শেষ হবে।
তিনি আরও জানান, এ বছর মনপুরা উপজেলায় প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত প্রায় ২ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
দৌলতখানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ
দৌলতখান ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
জনস্বার্থের ব্রত নিয়ে সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
মাসজুড়ে থাকতে পারে ঘন কুয়াশা, সঙ্গে থাকবে তীব্র শীত
দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন
ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের লুটপাট নিচে পড়ে যাচ্ছে : মির্জা ফখরুল
আশ্বাস অনুযায়ী নির্বাচন না হলে সন্দেহ তৈরি হবে: দুদু
তজুমদ্দিনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম গোল্ডকাপ শর্টপীচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত