বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২৪ রাত ০৯:৩৫
৩২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : দীর্ঘ এক যুগেও বিচার হয়নি ভোলার চাঞ্চল্যকর খুকুহত্যা মামলার। মেয়ে হত্যার বিচার চাইতে গিয়ে থানা পুলিশ উকিল মহরি আর আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে সর্বশান্ত খুকুর বাবা মো: শেখ ফরিদ ক্লান্ত হয়ে পড়েছেন। শনিবার পত্রিকা অফিসে এসে কান্নায় ভেঙে পড়েন এই বৃদ্ধ। সাংবাদিকদের জানান, মেয়ের বিচার চাইতে গিয়ে হামলা মামলার শিকার হয়েছেন। মামলা তুলে নেওয়ার জন্য টাকার প্রলোভন দেখানো হয়েছিল। রাজি না হওয়ায় প্রাণ নাশের হুমকিতো অব্যহত আছে আজও। মামলার খরচ জোগাতে গিয়ে জায়গা জমি এমন কি ঘর ও ঘরভিটি বিক্রি করে দিয়েছেন। বাসের হেলপারির চাকরি করতেন। সেই চাকরিও হারিয়েছেন। সব হারিয়ে শেখ ফরিদ এখন অটোরিক্সা চালিয়ে সংসার চালাচ্ছেন। মৃত্যুর আগে তিনি মেয়ে হত্যার ন্যায় বিচার দেখে যেতে চান। শেখ ফরিদ জানান, এই হত্যার সাথে তার নিজের বাড়ির লোকজন জড়িত থাকায় তিনি হুমকির মধ্যে চরম মানবেতর জীবন যাপন করছেন।
মামলার সংক্ষিপ্ত নথি থেকে জানা যায়, ২০১১ সালের ১২ অক্টোবর রাতে খুকুমনি (১৮) ভোলার সদর উপজেলার উত্তর দীঘলদি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড লামছিপাতা গ্রামে বাবার বসত ঘরে ঘুমিয়েছিলেন। পরদিন ভোরে তাকে ঘরে পাওয়া যায়নি। পিতা থানায় জিডি করেন। ১৪ তারিখ ভোলা থানার পুলিশ বাড়ির পাশের বাগানের মধ্যে অব্যবহৃত একটি পুকুর থেকে খুকুমনির লাশ উদ্ধার করে। পুকুরের পাড় থেকে খুকুমনির ওড়না, চুলের কাটা, জুসের খালি বোতল, চানাচুর, কেকের প্যাকেট, ৫০০ টাকার একটি নোট আলামত হিসেবে উদ্ধার করে পুলিশ। এতে প্রাথমিকভাবে ধারণা করা হয় রাতে খুকুমনিকে কে বা কারা ডেকে নিয়ে পুকুর পাড়ে কথা বলে। এক পর্যায়ে তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। মেয়ে হত্যার ঘটনায় পিতা শেখ ফরিদ অজ্ঞাত নামা আসামী করে ভোলা থানায় হত্যা মামলা দায়ের করেন।
খুকুর বাবা জানান, পুলিশ দীর্ঘ তদন্ত করে খুকুর প্রাক্তন স্বামী মানিক ওরফে রুবেল ওরফে শাহিন, মানিকের পূর্বের স্ত্রী রাহিমা ওরফে সাহিদা, সবুজ, সফিজলসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে হত্যাকাÐের সাথে জড়িত বলে প্রমাণ পায়। আসামীদের মোবাইল ফোনে আড়ি পেতে এক পর্যায়ে পুলিশ অভিযুক্ত মানিককে ঢাকা থেকে গ্রেফতার করে। মানিক আদালতে স্বীকারুক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মানিককে গ্রেফতারের খবর পেয়ে অপর আসামীরা গা ঢাকা দেয়। কিন্তু রহস্যজনক কারণে পুলিশ একমাত্র মানিককে আসামী করে চার্জসীট দাখিল করেছে। অপর আসামীরা দীর্ঘ ৫ বছেরর অধিক সময় ধরে পলাতক থাকার পর চুড়ান্ত চার্জসীট দাখিলের পর বাড়িতে ফিরে আসে। বাড়ি এসে শেখ ফরিদকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে চলছে। আসামী পক্ষ মামলাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য এখনো রাজনৈতিক ক্ষমতা, টাকা পয়সা ব্যয় করে চলছে।
শেখ ফরিদ আরও জানান, খুকু হত্যার একবছর আগে আসামী মানিক খুকুকে অপহরণ করে ঢাকায় নিয়ে যায় এবং সেখানে বিয়ে করে ঘরভাড়া নেয়। কিছুদিন পর জানা যায় মানিকের আগের এক স্ত্রী এবং ছেলে আছে। এ নিয়ে ঝগড়া ফেসাদের এক পর্যায়ে খুকুকে তালাক দেয় মানিক। খুকু বাড়ি চলে আসে। বাড়ি আসার একমাস পর তাকে হত্যা করা হয়। শেখ ফরিদ জানতে পারেন তার নিজের বাড়ির সবুজ, সফিজলসহ আরও কয়েক জনের সাথে মানিকের যোগাযোগ ছিল। ওই রাতে সবুজ এর মাধ্যমে মোবাইল ফোনে খুকুকে ঘর থেকে ডেকে নেয় মানিক। এর পর তাকে হত্যা করা হয়। এ ঘটনায় আরও কয়েকজন সহায়তাকরী ছিল। কিন্তু পুলিশ কেবল মানিককে আসামী করেছে। এতে হত্যাকাÐের সাথে জড়িতরা পার পেয়ে যাচ্ছে। অপর দিকে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে মামলাটির বিচার না হওয়ায় শেখ ফরিদ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা করছেন।
চরফ্যাশনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ভোলায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
ভোলায় বনার্ঢ্য আয়োজনে তারুণ্যের উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন
খায়ের হাট হাসপাতালে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যহত
তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলার বিচ্ছিন্ন ইউনিয়ন মদনপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মনপুরায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
লালমোহন পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত
পাচারকালে বিদেশি শাড়ি জব্দ
উদ্যোক্তা তৈরিতে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টার
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত