অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনের খাসেরহাটে মার্সেল’র গোল্ডকাপ ফুটবল লীগ শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২৪ রাত ০৯:২৬

remove_red_eye

২১৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলার তজুমদ্দিনে দক্ষিণ খাসেরহাট বাজারে শনিবার বিকালে বিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে প্রচারনা  শুরু হয়েছে মার্সেল ব্রান্ড কোম্পানী। কোম্পানীর আয়োজনে শুরু হয় গোল্ডকাপ ফুটবল লীগ । ওই লীগে ১৮টি দল অংশ নিয়েছে। সার্বিক তত্বাবধানে রয়েছে ভূঁইয়া ইলেক্ট্রনিকস । এলাকার কয়েক হাজার মানুষ  শোভাযাত্রায় অংশ নেন। এ সময় বিনামূল্যে বস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়।  শুভেচ্ছা বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন হাওলাদার, পঞ্চায়েত ক্রীড়া পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন,  শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক কামরুজ্জামান ঝান্টু, ভুঁইয়া ইলেক্ট্রনিকস এর পরিচালক  লোকমান হোসেন ভুঁইয়া, মার্সেল এর এডিশনাল ডাউরেক্টর মোঃ শিহাবুল হক, আয়োজক সংগঠনের ডেপুটি এসিস্ট্যান্ট ডাউরেক্টর মোঃ শহিদুল ইসলাম । অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে, মানহামনি একাদশ, শুম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয় , বাংলাবাজার একাদশ, উত্তর বাজার একাদশ, বউ বাজার একাদশ, ইয়াং স্টার একাদশ, বন্ধুমহল একাদশ, লামছি একাদশ,  আইডিয়াল একাদশ, মানজা একাদশ, হাজীরহাট একাদশ,  ইয়াছিনগঞ্জ একাদশ, পাটোয়ারী বাড়ী একাদশ, চাঁচড়া একাদশ, ছিদ্দিক একাদশ, কাজীবাজার একাদশ, ফরাজি কান্দি একাদশ, এমভি আই একাদশ । শনিবারের খেলায় এক গোলে জয়লাল করে মানহা একাদশ। এদিকে এলাকায় এই প্রথম এমন উৎসবমুখোর আয়োজনে শোভাযাত্রা ও ফুটবল খেলাকে ঘিরে আশ পাশের এলাকা থেকে ছুটে আসেন কিশোর যুবা থেকে বসয়ীরাও। প্রতিটি ম্যাচে স্থানীয়দেও পাশপাশি দেশের বিভিন্ন প্রান্তের সেরা খেলোয়াররা অংশ নেন। প্রতিটি ম্যাচ বেশ জমজমাট হচ্ছে বলে জানান আয়োজকরা। মার্সেল কোম্পানীর কর্মকর্তারা জানান, মার্সেলের ফ্রিজসহ বিভিন্ন পণ্য ক্রয়ে গাড়িসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ রয়েছে।





আরও...