অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪ | ১৪ই পৌষ ১৪৩১


ভোলায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে ডিসেম্বর ২০২৪ রাত ০৯:২৬

remove_red_eye

২৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে  জমকালো আয়োজনে  নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পূর্ব চর ইলিশা সসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্লাডসেবা ফাউন্ডেশন এ টুর্নামেনেন্টে আয়োজন ফাইনাল খেলায়  জিদ্দি কিংস ইলেভেনকে পরাজিত ব্যারিস্টার কাচারি একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত ১০ ওভারে জিদ্দি কিংস ইলেভেন সব কয়টি ইউকেচ হারিয়ে ২৯ রান করে। জবাবে ব্যারিস্টার কাচারি ব্যাট করতে নেমে  ৯ ওভারে কাঙ্খিত লক্ষ্যে পৌছে জয়লাভ করে।
 খেলায় চ্যাম্পিয়ান ও রানার আপ দলকে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। ইলিশা ব্লাড সেবা ফাউন্ডেশনে সভাপতি নুরে আলম পাটোয়ারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ভোলা নৌ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন উদ্দিন, ভোলা জেলা প্রাথমিক শিক্ষা সমিতির আহ্বায়ক মনিরুল ইসলাম, সদর থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, , সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রুবেল, ইলিশা  পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তানজিব, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ একরাম  প্রমুখ।এ টুর্নামেন্টে ১০ টি দল অংশগ্রহন করে।