অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহন ইসলামী মডেল মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে ডিসেম্বর ২০২৪ রাত ০৮:৩০

remove_red_eye

২০০

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার ২০২৪ সালের বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে  ফলাফল প্রকাশ উপলক্ষে মাদ্রাসার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
মডেল মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা লোকমান হোসেনের  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান শফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী  লালমোহন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেক। অভিভাবক হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ শফিউল্লাহ, মো. মোশারফ হোসেন, সিনিয়র সাংবাদিক এসবি মিলন, শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মাওলানা আবু তাইয়েব । অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রধান শিক্ষক আজিম উদ্দিন খান। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের  প্লে থেকে নবম শ্রেণীর বিভিন্ন শাখার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় ।

 





আরও...